Logo

রাজনীতি    >>   ভোট নিয়ে আগ্রহ ফেরাতে গণমাধ্যমের সহায়তা চাইলেন সিইসি

ভোট নিয়ে আগ্রহ ফেরাতে গণমাধ্যমের সহায়তা চাইলেন সিইসি

ভোট নিয়ে আগ্রহ ফেরাতে গণমাধ্যমের সহায়তা চাইলেন সিইসি

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন রোববার (২৪ নভেম্বর) দায়িত্ব গ্রহণের পরপরই গণমাধ্যমের সঙ্গে প্রথমবারের মতো আলাপকালে জনগণের ভোটে আগ্রহ কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “মানুষ এখন ভোটের নাম শুনলে নাক সিঁটকায়। এ অবস্থা পরিবর্তন করা জরুরি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য গণমাধ্যমের সক্রিয় ভূমিকা দরকার।”

সিইসি আরও জানান, বর্তমান কমিশন সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্ব পেয়েছে। তাই জাতির প্রত্যাশা পূরণে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা ফিরিয়ে আনতে তারা সচেষ্ট থাকবেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, অতীত থেকে শিক্ষা নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবকিছু করবেন।

এদিন দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি এবং চার নতুন কমিশনার শপথ নেন। তাঁদের মধ্যে ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহ্‌মদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। শপথ গ্রহণের পর বিকেলে কমিশন ভবনে গিয়ে সিইসি বলেন, "আমাদের ওপর সরকারের কোনো চাপ নেই। আমরা গায়ের জোরে কোনো নির্বাচন চাই না।"

নির্বাচনের তারিখ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "সংস্কার কমিশন এবং সংশ্লিষ্ট সবার পরামর্শ নিয়ে যখন মনে হবে ভোট আয়োজন সম্ভব, তখন তারিখ নির্ধারণ করব। আজ থেকেই আমরা প্রস্তুতি শুরু করেছি।"

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে চলমান বিতর্ক সম্পর্কে সিইসি বলেন, "বিতর্কের সমাধান হলে তারা নির্বাচনে অংশ নেবে কি না, তা বলা যাবে।"

সিইসি জনগণের ভোটাধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, "দেশের মানুষ ভোটাধিকারের জন্য অনেক সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। তাদের একটি সুষ্ঠু, ফ্রি এবং ফেয়ার নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

শেষে তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, “নাগরিকদের ভোটে আগ্রহী করতে এবং গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে আপনাদের সহায়তা প্রয়োজন।"





P.S 220 Winter concert

P.S 220 Winter concert